AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্র-ইউক্রেন আলোচনায় অংশ নিতে সৌদি আরবে যাচ্ছেন রুবিও


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:৩০ পিএম, ১০ মার্চ, ২০২৫
যুক্তরাষ্ট্র-ইউক্রেন আলোচনায় অংশ নিতে সৌদি আরবে যাচ্ছেন রুবিও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে সামরিক ও গোয়েন্দা সহায়তা বন্ধ করে দেওয়ার পর দেশটির সঙ্গে আলোচনায় অংশ নিতে সৌদি আরবে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় রোববার রাত ৮ টার দিকে তিনি জেদ্দার উদ্দেশ্যে মিয়ামির হোমস্টেড বিমান ঘাঁটি ত্যাগ করেন।মিয়ামি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সৌদি আরব সফর শেষে মার্কো রুবিও কানাডায় গ্রুপ অফ সেভেন (জি-৭) আলোচনায় যোগ দেবেন। ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর প্রতিবেশী দেশটির বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ ও এর সার্বভৌমত্বকে উপহাস করার পর প্রথম মার্কিন কর্মকর্তা হিসেবে মার্কো রুবিও কানাডা সফর করবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, জেদ্দায় তিন দিনের আলোচনায় রুবিও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ অবসানে ট্রাম্পের লক্ষ্যকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা করবেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট আগেই ঘোষণা করেছেন, আলোচনায় অংশ নিতে তিনিও জেদ্দায় যাবেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আস্থাভাজন ও মধ্যপ্রাচ্য-বিষয়ক দূত স্টিভ উইটকফও আলোচনায় অংশ নিতে জেদ্দায় যাওয়া ঘোষণা দিয়েছেন।আলোচনার বিষয়ে রোববার ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি মনে করি সৌদি আরবে আমাদের আলোচনায় ভালো ফলাফল আসবে। আমাদের অনেক ভালো মানুষ সেখানে যাচ্ছেন।

তিনি বলেন, ‘আমি মনে করি ইউক্রেন ভালো কিছু করতে যাচ্ছে এবং রাশিয়াও ভালো কিছু করতে যাচ্ছে। আমার মনে হয়, এই সপ্তাহে খুব বড় কিছু ঘটতে পারে। আমি এটা আশা করি।’

গত ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বিপর্যয়কর বৈঠকের পর ট্রাম্প ইউক্রেনে সহযোগিতা ও গোয়েন্দ তথ্য ভাগাভাগি করা স্থগিত করে দেন। ওই দিন বৈঠকে তুমুল বিতর্কের পর জেলেনস্কি খনিজ সম্পদ সঙক্রান্ত চুক্তিতে স্বাক্ষর না করেই চলে যান।

জেলেনস্কি তখন থেকেই বলছেন, তিনি খনিজ চুক্তিতে স্বাক্ষর করতে প্রস্তুত। পরে তিনি ট্রাম্পকে একটি সমঝোতামূলক চিঠি পাঠিয়েছেন। গত মঙ্গলবার ট্রাম্প কংগ্রেসে তার ভাষণে এটি পড়ে শোনান।

রাশিয়া ও ইউক্রেন বিষয়ক মার্কিন বিশেষ দূত কিথ কেলগ বৃহস্পতিবার বলেছেন, জেলেনস্কি চুক্তিতে স্বাক্ষর করলে পুনরায় সহায়তা চালু করার পক্ষে তিনি সমর্থন করবেন। তবে সিদ্ধান্তটি শেষ পর্যন্ত ট্রাম্পের ওপর নির্ভর করবে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!