AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উড্ডয়নের ৮ ঘণ্টা পর ফিরে এলো নিউইয়র্কগামী বিমান


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:৪১ পিএম, ১০ মার্চ, ২০২৫
উড্ডয়নের ৮ ঘণ্টা পর ফিরে এলো নিউইয়র্কগামী বিমান

উড্ডয়নের ৮ ঘণ্টা পর ফিরে এলো নিউইয়র্কগামী বিমান মুম্বাইয়ে ফিরে এসেছে। এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইট ক্রুদের কাছে বোমা হামলার হুমকি আসার পর পাইলট এই সিদ্ধান্ত নেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, উড্ডয়নের আট ঘণ্টা পরে  বোয়িং ৭৭৭ বিমানটি ফিরে আসে। এতে ৩০৩ জন যাত্রী এবং ১৯ জন ক্রু সদস্য ছিলেন। আজারবাইজানের উপর দিয়ে যখন বিমানটি উড়ছিল, তখন হুমকি পেয়ে গতি পরিবর্তন করে মুম্বাইয়ে যাত্রা শুরু করে।

পরে মুম্বাইয়ে অবতরণের পর বোমা শনাক্ত করার প্রক্রিয়া চালানো হয়। তবে বিমানে কোন বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি। ফ্লাইটটি রাত ২ টার দিকে মুম্বাই থেকে যাত্রা করে এবং সকাল ১০টা ২৫ মিনিটে ফিরে আসে।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে বলেছে যে সম্ভাব্য নিরাপত্তা হুমকির পরে মুম্বাইতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে বলা হয়েছে, যাত্রীদের আবাসন, খাবার এবং অন্যান্য সহায়তা দেয়া হয়েছে। এয়ারলাইন বলেছে, "সোমবার, এআই১১৯ অপারেটিং মুম্বাই-নিউইয়র্ক ফ্লাইটের মাঝখানে একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকি সনাক্ত করা হয়েছিল। প্রয়োজনীয় প্রোটোকল অনুসরণ করার পরে, ফ্লাইটটিতে থাকা সবার নিরাপত্তার স্বার্থে মুম্বাইতে ফিরে আসে।"

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র বলেছেন, "বিমানটি নিরাপত্তা সংস্থাগুলো পরীক্ষা করছেন এবং এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে সম্পূর্ণ সহযোগিতা করছে। ফ্লাইটটি মঙ্গলবার ৫টায় ফের যাত্রা শুরুর পরিকল্পনা করা হয়েছে এবং ততক্ষণ পর্যন্ত সব যাত্রীদের হোটেলে থাকার ব্যবস্থা, খাবার এবং অন্যান্য সহায়তার প্রস্তাব দেয়া হয়েছে।"

একুশে সংবাদ/ এস কে

Link copied!