AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্টকে হেগের আদালতে নেওয়া হচ্ছে


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৫৪ এএম, ১২ মার্চ, ২০২৫
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্টকে হেগের আদালতে নেওয়া হচ্ছে

ফিলিপাইনে মাদক বিরোধী অভিযান চালানোর সময় বিচারবহির্ভূত হত্যা চালিয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশটির সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এর প্রেক্ষিতে রদ্রিগো দুতের্তেকে ‘জোরপূর্বক’ নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক আদালতে নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তার মেয়ে সারা ভেরোনিকা দুতের্তে।

মঙ্গলবার (১১ মার্চ)  রদ্রিগো দুতের্তের মেয়ে ভেরোনিকা ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, আমার বাবার স্বাস্থ্যগত বিষয়টি বিবেচনা না করে তারা তাকে জোর করে বিমানে করে নিয়ে যাচ্ছে।

রদ্রিগোর আরেক মেয়ে ও ফিলিপাইনের বর্তমান ভাইস প্রেসিডেন্ট সারা দুতের্তে জানান, তার বাবাকে হেগে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, আমি যখন এই বিবৃতিটি লিখছি। তাকে জোরপূর্বক আজ রাতে হেগে নিয়ে যাওয়া হচ্ছে। এটি কোনো ন্যায়বিচার নয়। এটি অত্যাচার নিপীড়ন। 

এদিকে, এক প্রতিবেদনে ফিলিপাইনের স্থানীয় সংবাদমাধ্যম ‘ফিলিপাইন স্টার’ জানায়, দুতের্তেকে মঙ্গলবার বিকেলের দিকে একটি বিমানে তোলা হয়। ৭৯ বছর বয়সী দুতের্তে মঙ্গলবার গভীররাতে হংকং থেকে ফিলিপাইনে আসেন। ওই সময় রাজধানী ম্যানিলার প্রধান বিমানবন্দর থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলাবাহিনী।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, রদ্রিগো দুতের্তে দীর্ঘ ছয় বছর ফিলিপাইনের প্রেসিডেন্ট ছিলেন। এরআগে দাবোর শহরের মেয়র ছিলেন। তিনি প্রেসিডেন্ট হওয়ার পর মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এ যুদ্ধে ছয় হাজার মানুষকে হত্যা করা হয় বলে পুলিশের নথিতে রয়েছে। তবে সমালোচকদের ধারণা প্রকৃত সংখ্যাটি আরও বেশি। মাদকের বিরুদ্ধে যুদ্ধে যাদের হত্যা করা হয়েছে তাদের বেশিরভাগই তরুণ। এই সময়টায় দেশটিতে মাদকের ব্যবহার অনেকটা কমে যায়। এ কারণে নিজের সমর্থকদের কাছে রদ্রিগো দুতের্তে খুবই জনপ্রিয়।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করার অভিযোগ ওঠার পর ২০১৯ সালে আইসিসি থেকে ফিলিপাইনকে প্রত্যাহার করে নেন রদ্রিগো দুতের্তে। তবে সংস্থাটি জানিয়েছে, তাদের নিয়ম অনুযায়ী, ফিলিপাইন সদস্য থাকাকালীন যেহেতু অপরাধ সংঘটিত হয়েছে। তাই রদ্রিগো দুতের্তের বিচার তারা করতে পারবে।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!