AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুর্দিদের সাথে সিরিয়ার চুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৫৮ এএম, ১২ মার্চ, ২০২৫
কুর্দিদের সাথে সিরিয়ার চুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

মঙ্গলবার সিরিয়ার স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের প্রতিষ্ঠানগুলোকে সিরিয়ার জাতীয় সরকারের সাথে একীভূত করার ঘোষিত চুক্তিকে স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। 

চুক্তিতে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসনের প্রতিষ্ঠানগুলোকে জাতীয় সরকারের সঙ্গে একীভূত করার কথা বলা আছে। এ বছরের শেষ নাগাদ ওই চুক্তি বাস্তবায়নের উদ্যোগ শুরু হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে, সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার এবং কুর্দি নেতৃত্বাধীন মার্কিন-মিত্র সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর মধ্যে সম্প্রতি ঘোষিত চুক্তিকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে বলে তিনি তার বিবৃতিতে উল্লেখ করেছেন।

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বে সিরিয়ার নতুন প্রশাসন ১৩ বছরেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধের পর সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো গত ডিসেম্বরে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সশস্ত্র গোষ্ঠীগুলোকে অকার্যকর করে দিয়ে পুরো দেশের ওপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছেন।

গত সোমবার, সিরিয়ার প্রেসিডেন্ট কুর্দি-অধ্যুষিত এসডিএফ প্রধানের সাথে একটি চুক্তি ঘোষণা করেছেন, যাতে গত এক দশক ধরে সিরিয়ার উত্তর-পূর্বের বেশিরভাগ এলাকা শাসনকারী স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসনকে জাতীয় সরকারের সাথে একীভূত করা হবে।

সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামিক স্টেট চরমপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার জন্য এসডিএফ-এর সাথে জোট বেঁধেছে।  

 


একুশে সংবাদ/ এস কে

Link copied!