AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রিটিশ নারীকে দিল্লির হোটেলে সংঘবদ্ধ ধর্ষণ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:৩২ পিএম, ১৩ মার্চ, ২০২৫
ব্রিটিশ নারীকে দিল্লির হোটেলে সংঘবদ্ধ ধর্ষণ

ভারতের রাজধানী দিল্লির হোটেলে ব্রিটিশ নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দেশটির পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, দিল্লির মহিপালপুরের একটি হোটেলে ওই ব্রিটিশ নারীকে দুইজন পুরুষ সংঘবদ্ধ ধর্ষণ করেন, বলে অভিযোগ উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, কর্তৃপক্ষের মতে অভিযুক্তদের একজন ইনস্টাগ্রামে নির্যাতিতার সঙ্গে বন্ধুত্ব করেছিলেন। তার সঙ্গে দেখা করতেই ওই নারী ভারতে এসেছিলেন বলেও জানা যাচ্ছে।

পুলিশ ইতোমধ্যে কৈলাস ও তার বন্ধু ওয়াসিম নামের দুইজনকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের  বিরুদ্ধে যুক্তরাজ্যের পর্যটককে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই নারী মহারাষ্ট্র ও গোয়ায় ছুটি কাটাতে ভারতে এসেছিলেন। বন্ধু কৈলাসকে তার সঙ্গে ঘুরতে যেতে বললে কৈলাস ভ্রমণ করতে পারবেন না জানিয়ে তাকে দিল্লিতে আসতে বলেন। সে অনুযায়ী মঙ্গলবার দিল্লি পৌঁছে মহিপালপুরের একটি হোটেলে ওঠেন ওই নারী। পরে কৈলাসকে ফোন করলে সে তার বন্ধু ওয়াসিমকে সাথে নিয়ে হোটেলে পৌঁছান এবং ওই রাতেই ভুক্তভোগীকে ধর্ষণ করে বলে অভিযোগ।

পরদিন সকালে ওই নারী বসন্ত কুঞ্জ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাটি ইতোমধ্যে ব্রিটিশ হাইকমিশনকে জানিয়েছে এবং তারা যুক্তরাজ্যের নাগরিককেও সহায়তা করছে। জানা গেছে, কৈলাস একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

এর আগে গেল সপ্তাহে ভারতের কর্ণাটক রাজ্যের হাম্পি শহরের কাছে সানাপুর লেক এলাকায় ইসরায়েলি এক পর্যটকসহ দুই নারীকে ধর্ষণ ও একজনকে হত্যার ঘটনা ঘটে। পরে গত কয়েকদিনে বহু বিদেশি পর্যটক ইউনেস্কোর ওই ঐতিহ্যবাহী স্থান ছেড়ে চলে গেছেন বলে সংবাদ মাধ্যমে খবর আসে। এরমধ্যেই নতুন করে ব্রিটিশ নাগরিকের ধর্ষণের খবর সামনে আসার পর ভারতে বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!