ফ্লাইট রাডার ট্র্যাকিং সার্ভিসের তথ্য অনুসারে, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফকে বহনকারী বিমানটি কাতার থেকে রওনা হয়েছে।
গাল্ফস্ট্রিম জি-৬৫০ বিমানটি দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে মস্কো সময় সকাল ৯টা ৫৫ মিনিটে রোমানিয়ার রাজধানী বুখারেস্টের ওপর দিয়ে হাঙ্গেরির উদ্দেশ্যে যাত্রা করছিল।
মস্কো থেকে বার্তা সংস্থা তাস এ কথা জানিয়েছে।বিমানটির সঠিক উড্ডয়নের পথ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
১২ মার্চ, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ইউক্রেনের সংঘাতের সমাধানের বিষয়ে আলোচনায় অংশ নিতে উইটকফ চলতি সপ্তাহে মস্কো সফরে যাবেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :