মার্কিন আদালত সরকারি ১৯টি প্রতিষ্ঠান থেকে বরখাস্ত হওয়া হাজার হাজার কর্মীকে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া ও মেরিল্যান্ডের ফেডারেল বিচারকেরা এ রায় ঘোষণা করেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প সরকারি প্রতিষ্ঠানগুলোতে গণহারে কর্মী ছাঁটাই শুরু করেন, যার ফলে বহু শিক্ষানবিশ কর্মী চাকরি হারান।
কেন্দ্রীয় সরকারের খরচ বাঁচাতে ও জনবল কমাতে প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক এই গণছাঁটাই কর্মসূচি হাতে নেন। তবে পৃথক দুটি আদালত থেকে এই কর্মসূচির ওপর সবচেয়ে বড় বাধা এল।
সরকারি সংস্থাগুলোকে দ্বিতীয় দফায় কর্মীদের বরখাস্ত ও বাজেট কাঁটছাট করার জন্য বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ট্রাম্প প্রশাসন। এই দিনের আদালত তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার আদেশ দিল।
আদেশদানকারী দুই বিচারকের একজন মেরিল্যান্ডের বাল্টিমোরের জেমস ব্রেডার। তিনি বলেন, ‘ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত ২০ অঙ্গরাজ্যে ১৮টি সংস্থা থেকে সম্প্রতি শিক্ষানবিশ কর্মীদের গণহারে ছাঁটাই করে আইন ভাঙা হয়েছে। তাই তাদের চাকরিতে পুনর্বহাল করার আদেশ দেওয়া হলো।’ আদালতের এই নির্দেশ কর্মী ছাঁটাই ও খরচ কমানোর পদক্ষেপ নেওয়া অন্যান্য সংস্থার ক্ষেত্রেও প্রযোগ্য হবে বলে জানান তিনি।
মেরিল্যান্ডের বিচারকের এ সিদ্ধান্ত দেওয়ার কয়েক ঘণ্টা আগে সান ফ্রান্সিসকোর আদালতে এক শুনানিতে আরেক বিচারক উইলিয়াম অ্যালসুপ ছয়টি সংস্থার বরখাস্ত হওয়া কর্মীদের চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দেন।
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :