কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক ব্যাংকার মার্ক কার্নি, যিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হয়েছেন। লিবারেল পার্টির নেতৃত্বের দৌড়ে জয়ী হয়ে তিনি এই পদে আসীন হন।
নির্বাচিত হওয়ার পর মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধে কানাডার জয়লাভের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি বলেন, `আমেরিকানরা যেন ভুল না করে। হকির মতোই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধেও কানাডা জিতবে।`
কার্নি আরও উল্লেখ করেন, ট্রাম্প কানাডার শ্রমিক, পরিবার ও ব্যবসা-বাণিজ্যকে আক্রমণ করছেন, যা মেনে নেওয়া হবে না। তিনি সীমান্ত নিরাপত্তা জোরদার করার প্রতিশ্রুতিও দিয়েছেন, যা ট্রাম্পের অভিযোগের অন্যতম প্রধান বিষয় ছিল।
আগামী সাধারণ নির্বাচন ২০ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তবে নতুন প্রধানমন্ত্রী কার্নি চলতি মাসেই এর ঘোষণা দিতে পারেন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :