AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর তাণ্ডব, নিহত ৩৪


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৩০ এএম, ১৬ মার্চ, ২০২৫
যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর তাণ্ডব, নিহত ৩৪

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডো আঘাত হেনেছে। এর ফলে দেশটিতে এখন পর্যন্ত ৩৪ জন নিহত হয়েছেন এবং প্রায় আড়াই লাখ বাড়িঘর ও সম্পত্তি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রোববার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ।

মিসৌরি: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিসৌরি অঙ্গরাজ্য, যেখানে ১২ জনের মৃত্যু হয়েছে।
কানসাস: ধুলোঝড়ের কারণে ৫৫টিরও বেশি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে, এতে প্রাণ হারান অন্তত ৮ জন।
টেক্সাস: ভয়াবহ ধুলোঝড়ে গাড়ি দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
ওকলাহোমা ও আরকানসাস: এই দুই অঙ্গরাজ্যেও প্রাণহানির ঘটনা ঘটেছে।
আরকানসাস: তিনজন নিহত ও ২৯ জন আহত হয়েছেন, গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

টেক্সাস, মিসৌরি, ইলিনয়সহ ছয়টি অঙ্গরাজ্যে প্রায় ২ লাখ ৭০ হাজার বাড়িঘর বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা পাওয়ারআউটেজ।

মধ্য মিসিসিপি, পূর্ব লুইসিয়ানা ও পশ্চিম টেনেসিতে টর্নেডোর সতর্কতা জারি করা হয়েছে।দক্ষিণ-পূর্বাঞ্চলে আরও খারাপ আবহাওয়া থাকার কারণে আলাবামা ও আরকানসাসের কিছু অংশে আকস্মিক বন্যার সতর্কতা দেওয়া হয়েছে।জাতীয় আবহাওয়া পরিষেবা (NWS) একে "বিশেষভাবে বিপজ্জনক" উল্লেখ করে, "একাধিক শক্তিশালী টর্নেডোর" সতর্কতা দিয়েছে।রোববারের মধ্যে টর্নেডোটি আলাবামা, ফ্লোরিডা ও জর্জিয়া পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।


মিসৌরির গভর্নর মাইক কেহো বলেছেন, "ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং প্রাণহানি ঘটেছে।"আরকানসাসের গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স ও জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

নিরাপদ স্থানে আশ্রয় নিন এবং ঝড় শেষ না হওয়া পর্যন্ত সেখানেই থাকুন।জরুরি সতর্কতা মেনে চলুন এবং প্রয়োজন হলে স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করুন।

যুক্তরাষ্ট্রের এই ভয়াবহ দুর্যোগ পরিস্থিতিতে উদ্ধারকাজ চলছে, তবে আরও দুর্যোগের আশঙ্কায় সতর্ক থাকতে বলা হয়েছে।

 

একুশে সংবাদ/ আ.ট//এ.জে

Link copied!