সিরিয়ার উত্তরের বিশাল অংশ নিয়ন্ত্রণকারী কুর্দি-নেতৃত্বাধীন বাহিনী জানিয়েছে, রোববার রাতে তুরস্কের বোমা হামলায় একই পরিবারের নয়জন নিহত হয়েছে। সিরিয়ার কামিশলি থেকে এএফপি এ খবর জানায়।
সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘রোববার রাতের শেষ প্রহরে কোবানীর দক্ষিণে এক কৃষক পরিবারে একটি তুর্কি দখলদার বিমান বোমা হামলা চালিয়েছে।’ হামলায় নিহত ওসমান আবদো পরিবারের নয়জন সদস্য ছাড়াও, দুই আহত আত্মীয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত সপ্তাহে, সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ঘোষণা করেছে, তারা উত্তর ও উত্তর-পূর্বে স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসনকে জাতীয় সরকারের সাথে একীভূত করার জন্য এসডিএফের সাথে একটি চুক্তিতে পৌঁছেছে। তুরস্ক এই প্রক্রিয়াকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। তুরস্ক এসডিএফের অন্যতম প্রধান উপদলকে দেশীয় ‘সন্ত্রাসী’ গোষ্ঠীর একটি শাখা বলে মনে করে। তুরস্ক জানায়, দেশের কুর্দি বাহিনীর সাথে যুক্ত পিপলস প্রোটেকশন ইউনিট (ওয়াইপিজি) ১৯৮৪ সাল থেকে তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে।
নভেম্বরে ইসলামপন্থী নেতৃত্বাধীন বিদ্রোহীরা আসাদকে উৎখাতের পথে দেশজুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে সিরিয়ার তুর্কিপন্থী দলগুলো এসডিএফের বিরুদ্ধে আক্রমণ শুরু করে।
আসাদের শাসনামলে, নিজেদের ভাষা বলার এবং তাদের ছুটি উদযাপনের অধিকার থেকে বঞ্চিত সিরিয়ার কুর্দিরা প্রান্তিক ও নিপীড়নের শিকারে পরিণত হয়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :