AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্রাম্পের চিঠি তার বক্তব্যের প্রতিফলন : ইরান


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:১২ পিএম, ১৭ মার্চ, ২০২৫
ট্রাম্পের চিঠি তার বক্তব্যের প্রতিফলন : ইরান

সোমবার ইরান জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে তারা একটি চিঠি পেয়েছে। চিঠিতে ট্রাম্প ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তি করার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প টিঠিতে তার প্রকাশ্য বক্তব্যের প্রতিধ্বনি করেছেন। বিষয়টি নিয়ে ‘মূল্যায়ন সম্পন্ন হলে’ যথাযথ চ্যানেলের মাধ্যমে ইরান প্রতিক্রিয়া জানাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই।তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

তেহরানে এক সংবাদ সম্মেলনে ইসমাইল বাকাই বলেন, ‘চিঠির বিষয়বস্তু ট্রাম্পের প্রকাশ্য বক্তব্যের সঙ্গে বেশি অমিল নেই। তিনি আলোচনার একই বিষয়গুলো পুনরাবৃত্তি করেছেন। মূল্যায়ন সম্পন্ন হওয়ার পর যথাযথ চ্যানেলের মাধ্যমে আমাদের প্রতিক্রিয়া জানানো হবে।’

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উদ্দেশ্যে লেখা চিঠিটি গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের সিনিয়র কূটনীতিক আনোয়ার গারগাশের মাধ্যমে তেহরানে পাঠানো হয়।

একই দিনে খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব উড়িয়ে দেন। তিনি বলেন, প্রস্তাবিত সমঝোতা ইরানের ওপর  ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না’,  বরং ‘নিষেধাজ্ঞাকে আরো কঠোর করবে’।

জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে এসে ট্রাম্প ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ‘সর্বোচ্চ চাপ’ পুনর্বহাল করেছেন, যা তার প্রথম মেয়াদে গৃহীত পদ্ধতির প্রতিফলন।

মার্কিন দৃষ্টিভঙ্গির লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক বোমার অধিকারী হওয়া থেকে বিরত রাখা। ইসলামি প্রজাতন্ত্র  ইরান তাদের এই চাওয়া সব সময় প্রত্যাখ্যান করে আসছে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!