বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে যুক্তরাষ্ট্র, জানিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ড।
সোমবার (১৭ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর তথাকথিত নির্যাতন নিয়েও মন্তব্য করেছেন।
গ্যাবার্ড বলেন, ট্রাম্প প্রশাসন বিশ্বব্যাপী ‘ইসলামি সন্ত্রাসবাদ’ রুখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তিনি সে দিকেই মনোযোগী।
এনডিটিভি ওয়ার্ল্ডকে দেয়া বিশেষ এক সাক্ষাতকারে তুলসী গ্যাবার্ড বলেন, অপ্রত্যাশিতভাবে দীর্ঘ সময় ধরে সংখ্যালঘুদের ওপর- বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্যদের ওপর নির্যাতনের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার ও প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রশাসন গভীর উদ্বেগ জানিয়ে আসছে।
মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রীসভা আলোচনা শুরু করেছে। এর মধ্যেই আমরা বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছি।
গ্যাবার্ড বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইসলামি সন্ত্রাসবাদ উত্থানের পেছনে যে মতাদর্শ কাজ করছে তা চিহ্নিত করতে কাজ করছেন এবং এর সঙ্গে যুক্ত তাদেরকে প্রতিহত করতে তিনি বদ্ধপরিকর।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাবার্ড তার সাক্ষাতকারে বাংলাদেশের ধর্মীয় সহিংসতা এবং নির্যাতন নিয়ে উদ্বেগের পাশাপাশি গত দুই মাস ধরে পাকিস্তানের গোয়েন্দা বাহিনী এআইআইয়ের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্থাপনের বিষয়ে সতর্ক রয়েছেন বলে জানান।
একুশে সংবাদ/চ.ট/এনএস
আপনার মতামত লিখুন :