AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ১৬ হুথি সদস্য


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:০০ এএম, ২০ মার্চ, ২০২৫
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ১৬ হুথি সদস্য

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ১৬ হুথি সদস্য নিহত হয়েছেন। হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার (১৯ মার্চ) গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, হুথি গোষ্ঠী দাবি করেছে যে মার্কিন বিমান হামলায় তাদের ১৬ জন সদস্য নিহত হয়েছেন। তবে হুথি-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা সাবা হামলার সুনির্দিষ্ট সময় ও অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

এর আগে, ইয়েমেনের রাজধানী সানাসহ কয়েকটি এলাকায় মার্কিন বিমান হামলায় সাতজন নারী ও দুই শিশু আহত হয় বলে জানানো হয়েছিল। হুথি-সংশ্লিষ্ট আল-মাসিরাহ টিভির প্রতিবেদন অনুযায়ী, আল-জাওফ প্রদেশের সাদা, আল-হাজম জেলা এবং আল-বায়দা প্রদেশের আস-সাওয়াদিয়াহ জেলায় এসব হামলা চালানো হয়।

এর আগে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, তিনি হুথিদের বিরুদ্ধে “বড় আক্রমণের” নির্দেশ দিয়েছেন।

হুথিদের দেওয়া তথ্য অনুসারে, সেই সময় থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ইয়েমেনে কয়েক ডজন মার্কিন বিমান হামলা চালানো হয়েছে, যার ফলে এখন পর্যন্ত ৫৩ জন নিহত ও ১০৭ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

ইসরায়েল ও হামাসের মধ্যে চলতি বছরের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি ইয়েমেনে যুক্তরাষ্ট্রের প্রথম বিমান হামলা।

এদিকে, ইয়েমেনে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নতুন করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। হুথি পরিচালিত আল-মাসিরাহ টিভির প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সেনারা হোদেইদাহ প্রদেশে পাঁচটি অভিযান চালিয়েছে এবং জাবিদ এলাকায় একটি তুলা প্রক্রিয়াকরণ কারখানায় হামলা চালিয়েছে।

লোহিত সাগর ও এডেন উপসাগরে ইরান-সমর্থিত হুথিদের ইসরায়েলি-সংশ্লিষ্ট জাহাজের ওপর হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র সম্প্রতি হুথিদের ওপর আক্রমণ শুরু করে। এটি টানা পঞ্চম রাতের মতো যুক্তরাষ্ট্রের হামলা বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানিয়েছে, তারা হুথিদের বিরুদ্ধে “২৪/৭ অভিযান” চালিয়ে যাচ্ছে। তবে তারা ইয়েমেনে সর্বশেষ হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

যুক্তরাষ্ট্রের এই টানা হামলার ফলে ইয়েমেনে নতুন করে সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে। ইতোমধ্যে এই হামলায় বহু প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

 

 

একুশে সংবাদ // ঢ.প//এ.জে

Link copied!