বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে যে পদক্ষেপ গ্রহণ করেছে, তা স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহিংসতা বা অসহিষ্ণুতার যে কোনো ঘটনার নিন্দা জানানো হয়েছে ওয়াশিংটনের পক্ষ থেকে।
মার্কিন স্থানীয় সময় বুধবার (১৯ মার্চ) নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি উল্লেখ করেন, গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড বাংলাদেশে ইসলামী চরমপন্থার ক্রমবর্ধমান হুমকি এবং খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা সম্পর্কে সতর্ক করেছেন। যদিও তিনি সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করেননি, তবে এসব উদ্বেগকে তিনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন এবং ভিত্তিহীন বলে অভিহিত করেছেন।
এ বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো কঠোর পদক্ষেপ, যেমন নিষেধাজ্ঞা, বিবেচনা করছে কি না—এই প্রশ্নের জবাবে ট্যামি ব্রুস বলেন, "আমরা যেকোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা বা অসহিষ্ণুতার নিন্দা জানাই। একই সঙ্গে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে যে পদক্ষেপ নিয়েছে, তাকে স্বাগত জানাই। আমরা চাই, এই প্রচেষ্টা অব্যাহত থাকুক।
একুশে সংবাদ// ঢ.প//এ.জে
আপনার মতামত লিখুন :