প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বৃহস্পতিবার ঘোষণা করেছেন, ফরাসি নাগরিক অলিভিয়ের গ্রনডোকে মুক্তি দিয়েছে ইরানি কর্তৃপক্ষ। ২০২২ সালের অক্টোবর থেকে নিরাপত্তার অভিযোগে তাকে দেশটিতে আটক রাখা হয়, তবে তিনি এখন ফ্রান্সে ফিরে এসেছেন। প্যারিস থেকে এএফপি এ খবর জানায়।
ম্যাখোঁ এক্স-এ লিখেছেন, গ্রনডো ‘মুক্ত ও তার প্রিয়জনদের সঙ্গে আছেন।’, তিনি আরো বলেন, প্যারিস যাদের রাষ্ট্রীয় জিম্মি হিসেবে দেখে ইরানে এখনও আটক থাকা এমন আরো দুই ফরাসি নাগরিকের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
ম্যাখোঁ গ্রনডোর মুক্তির কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো কিছু বলেননি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :