AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুনে শহরে তৈরি হবে ট্রাম্প ওয়ার্ল্ড সেন্টার


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:৫২ পিএম, ২০ মার্চ, ২০২৫
পুনে শহরে তৈরি হবে ট্রাম্প ওয়ার্ল্ড সেন্টার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে ভারতে তৈরি হতে যাচ্ছে সুউচ্চ বাণিজ্যিক ভবন। ট্রাম্প ওয়ার্ল্ড সেন্টার নামে এই ভবন তৈরি হবে দেশটির মহারাষ্ট্রের পুনেতে। বৃহস্পতিবার (২০ মার্চ) এএফপির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। ভারতে এরই মধ্যে ট্রাম্প ব্র্যান্ডযুক্ত চারটি আবাসিক কমপ্লেক্স রয়েছে। ছবি: রয়টার্স

প্রতিবেদন মতে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিবার বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে বাণিজ্য সম্প্রসারণ করতে চাইছে। তারই অংশ হিসেবে স্থানীয় অংশীদারদের নিয়ে ভারতে নতুন এ বহুতল বাণিজ্যিক ভবন বা টাওয়ার নির্মাণের ঘোষণা দিয়েছে ট্রাম্প অর্গানাইজেশন।

ভারতে এরই মধ্যে ট্রাম্প ব্র্যান্ডযুক্ত চারটি আবাসিক কমপ্লেক্স রয়েছে। যার ফলে ট্রাম্পের পরিবারের এই ব্যবসায় আমেরিকার পর ভারতই সবচেয়ে বড় বাজার হিসেবে বিবেচিত। এবার আরও বড় প্রকল্প হাতে নেয়া হচ্ছে।ট্রাম্প অর্গানাইজেশনের ভারতীয় অংশীদার ত্রিবেকা ডেভেলপারস গত বুধবার (১৯ মার্চ) পুনে শহরে নতুন আবাসন প্রকল্প শুরুর ঘোষণা দেয়। তাদের সঙ্গে অপর স্থানীয় অংশীদার হিসেবে থাকছে আবাসন খাতের প্রতিষ্ঠান কুন্দন স্পেসেস।

ঘোষনায় বলা হয়, প্রকল্পটি ১৬ লাখ বর্গফুট জায়গার ওপর নির্মাণ করা হবে। এতে দুইটি কাঁচের তৈরি টাওয়ার ও অফিসের জন্য ২৭ তলা জায়গা থাকবে। এই নতুন প্রকল্প ভারতে ট্রাম্প অর্গানাইজেশনের প্রথম বাণিজ্যিক আবাসন উদ্যোগ। এই প্রকল্প থেকে বছরে প্রায় ২৯ কোটি কোটি মার্কিন ডলার আয় হবে বলে আশা করা হচ্ছে।

ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও মার্কিন প্রেসিডেন্টের দ্বিতীয় পুত্র সন্তান বলেন এরিক ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ভারত অসামান্য পর্যায়ের উৎসাহ দেখিয়ে ট্রাম্প ব্র্যান্ডকে স্বাগত জানিয়েছে। তিনি জানান, ‘এর আগে বেশ কয়েকটি উচ্চ মানের আবাসন প্রকল্পের সফল বাস্তবায়নের পর এবার আমরা গর্বের সঙ্গে ভারতে আমাদের প্রথম বাণিজ্যিক প্রকল্পের কাজ শুরু করতে যাচ্ছি।’

মার্কিন প্রেসিডেন্ট নিজে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার সঙ্গে জড়িত নন। তবে ট্রাম্প অরজানাইজেশ্যানের দেশের বাইরের ব্যবসায়িক কার্যক্রম নিয়ে বিতর্ক রয়েছে। ২০১৮ সালে ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ভারত সফর করেন। ২০২৪ সাল থেকে বাণিজ্যিক আবাসন খাতে, বিশেষত অফিসের জন্য জায়গা ভাড়া ও ইজারা দেয়ার ক্ষেত্রে বড় আকারে প্রবৃদ্ধি দেখেছে ভারত। দেশটির শীর্ষ সাত শহরে এর আগের বছরের তুলনায় এই খাতের প্রবৃদ্ধি ২৩ শতাংশ।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!