আফ্রিকা থেকে ইউরোপ যেতে ভূমধ্যসাগরে পাড়ি দেয়ার সময় অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ইতালির লাম্পিওনে দ্বীপের কাছে ডুবে গেছে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও ৪০ জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বুধবার (১৯ মার্চ) ইতালির সংবাদ সংস্থা আনসার বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কিভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি। জানা গেছে, ১৬ মার্চ সফাক্স থেকে ৫৬ যাত্রী নিয়ে নৌকাটি রওনা হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দুপুরে লাম্পিওনে দ্বীপের কাছে ইতালির কোস্ট গার্ড ও ফিন্যান্সিয়াল পুলিশ ওই নৌকাটিকে আটকে দেয়। পরে নৌকাটি দুর্ঘটনায় পড়লে ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়। এর ৬ জন পুরুষ এবং ৪ জন নারী। এ ছাড়া এ সময় ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া যাত্রীরা লাম্পেদুসায় নেয়ার পর তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তারা জানান, রাবারের তৈরি একটি ডিঙি নৌকায় চড়ে গত রোববার গভীর রাতে তিউনিসিয়ার বন্দর শহর সফাক্স থেকে যাত্রা শুরু করেন তারা। যাত্রার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে নৌকাটি আন্তর্জাতিক সমুদ্রসীমায় প্রবল ঢেউয়ের কবলে পড়ে এবং কয়েকজন যাত্রী সাগরে পড়ে যান।
এদিকে, ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৮ মার্চের মধ্যে ভূমধ্যসাগর পেরিয়ে ৮ হাজার ৭৪৩ অনিয়মিত অভিবাসী ইতালিতে প্রবেশ করেছেন। এই সংখ্যা গত বছরের তুলনায় কিছুটা বেশি। গত বছর একই সময়ে ৮ হাজার ৬৩০ জন অভিবাসী ইতালিতে প্রবেশ করেছিলেন।
অন্যদিকে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুসারে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মধ্য ভূমধ্যসাগরীয় রুটে ১৪০ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :