পেনশন বৃদ্ধির দাবিতে গত সপ্তাহে আর্জেন্টিনায় একটি বিক্ষোভে পুলিশের হামলায় ৪৫ জন আহত হওয়ার প্রতিবাদে আগামী ১০ এপ্রিল সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির বৃহত্তম ট্রেড ইউনিয়ন।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জেনারেল কনফেডারেশন অফ লেবার (সিজিটি)-এর সাধারণ সম্পাদক হেক্টর-ডায়ের বলেছেন, ধর্মঘটকারীরা জরুরি ভিত্তিতে পেনশন বৃদ্ধি ও গত ১৫ মাস যাবৎ প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই কর্তৃক আরোপিত সরকারি কাজের ওপর স্থগিতাদেশ অবসানের দাবিও জানাবে।
১০ এপ্রিল মধ্যরাত থেকে ২৪ ঘণ্টা এই ধর্মঘট চলবে বলে জানান তিনি। বুয়েনস আয়ারর্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
২০২৩ সালের ডিসেম্বরে হাভিয়ের মিলেই আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশটিতে এবার তৃতীয়বারের মতো ধর্মঘট হতে যাচ্ছে।
ক্ষমতায় আসার পর জনসাধারণের ব্যয় কমানো ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেন মিলেই। তার এই কঠোর কৃচ্ছ্রতা সাধন ব্যবস্থার ফলে পেনশনভোগীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। ২০২৪ সালের তার এই সিদ্ধান্ত আর্জেন্টিনাকে গভীর মন্দায় ফেলে দেয়। তবে এর ফলে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে নাটকীয় মন্দা দেখা দেয়।
গত বছর থেকে মুদ্রাস্ফীতির তুলনায় পেনশন বৃদ্ধি অনেক কম ছিল। এতে অবসরপ্রাপ্তদের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলে। বিশেষ করে ওষুধের মূল্য নিয়ন্ত্রণে সরকারের সিদ্ধান্ত বাতিলের ফলে তাদের অবস্থা আরো খারাপ হতে থাকে।
গত সপ্তাহে দেশটির সংসদ ভবনের বাইরে পেনশনভোগীদের সঙ্গে এক বিক্ষোভ কর্মসূচিতে অসংখ্য ফুটবল প্রেমিও যোগ দেন, যা পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হয়। সেখান থেকে ১২০ জনকে গ্রেপ্তার করা হয়। একজন ফটো সাংবাদিকও গুরুতর আহত হন।
সরকার দাঙ্গাকারীদের ‘গুন্ডা’ হিসেবে চিহ্নিত এবং তাদের ‘রাষ্ট্রদ্রোহী’ বলে অভিযুক্ত করেছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :