AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউক্রেন নিয়ে ‘ইচ্ছুক জোট’-এর বৈঠকের ঘোষণার ম্যাক্রোরঁ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:০৫ পিএম, ২১ মার্চ, ২০২৫
ইউক্রেন নিয়ে ‘ইচ্ছুক জোট’-এর বৈঠকের ঘোষণার ম্যাক্রোরঁ

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, রাশিয়ার সাথে যুদ্ধে সম্ভাব্য যুদ্ধবিরতি নিশ্চিত করার পরিকল্পনা চূড়ান্ত করার আশায় ইউক্রেনকে সমর্থনকারী জোটের নেতারা আগামী সপ্তাহে আবার বৈঠক করবেন। ব্রাসেলস থেকে এএফপি এ খবর জানায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে প্যারিসে অনুষ্ঠেয় এই বৈঠক হবে উচ্চস্তরের বৈঠকের ধারাবাহিকতার সর্বশেষ ঘটনা। সোমবার কিয়েভ ও মস্কো সৌদি আরবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার পর এটি অনুষ্ঠিত হবে।

ইউক্রেনকে ঘিরে তথাকথিত ‘ইচ্ছুকদের জোট’-এর সামরিক শীর্ষস্থানীয়দের সর্বশেষ আলোচনার আয়োজন করার পর বৃহস্পতিবার ম্যাক্রোঁ এই ঘোষণা দিলেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শেষ করার জন্য রাশিয়ার সাথে এগিয়ে যাচ্ছেন, যে কারণে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ন্ত্রণের পরিকল্পনা ‘একত্রিত’ হচ্ছে।

স্টারমারের সাথে ইউক্রেনে সেনা মোতায়েনে ইচ্ছুক ম্যাক্রোঁ বলেছেন, যেকোনো যুদ্ধবিরতি টেকসই করার জন্য আগামী বৃহস্পতিবারের বৈঠকটি হবে ‘যুদ্ধবিরতি’চুক্তিকে রুপ দেয়ার একটি সুযোগ।

এদিকে, জেলেনস্কি ইইউ শীর্ষ সম্মেলনে বলেছেন, ‘কিছুই পরিবর্তন হয়নি’ কারণ ট্রাম্পের সাথে ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করার বিষয়ে একমত হওয়া সত্ত্বেও মস্কো বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে।

জেলেনস্কি ইইউ’কে অস্ত্র সরবরাহ বৃদ্ধি ও নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান জানিয়ে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে ‘অপ্রয়োজনীয় দাবি করা বন্ধ করতে হবে যা কেবল যুদ্ধকে দীর্ঘায়িত করবে।’

ইইউ নেতারা এক যৌথ ঘোষণায় প্রতিশ্রুতি দিয়েছেন, মস্কোর বিদেশী সহায়তা বন্ধের দাবি সত্ত্বেও সামরিক সহায়তা বৃদ্ধি করা হবে। তবে, রাশিয়ার মিত্র হাঙ্গেরি এই ব্যাপারে সমর্থন দেয় নাই।

নরওয়েতে, জেলেনস্কি বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন প্রচেষ্টার ওপর ভিত্তি করে চতুর্থ বছরে পদার্পণ করা রাশিয়ান আক্রমণের অবসান নিশ্চিত করার লক্ষ্যে ইউক্রেনীয় ও মার্কিন কর্মকর্তারা সোমবার সৌদি আরবে বৈঠক করবেন।

এদিকে এরআগেই ক্রেমলিন নিশ্চিত করেছে, রাশিয়ান কর্মকর্তারা একই দিনে সৌদি আরবে মার্কিন পক্ষের সাথে আলোচনা করবেন।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!