AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আরএসএফের কাছ থেকে প্রেসিডেন্ট প্রাসাদ পুনরুদ্ধারের দাবি সুদান সেনাবাহিনীর


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:১০ পিএম, ২১ মার্চ, ২০২৫
আরএসএফের কাছ থেকে প্রেসিডেন্ট প্রাসাদ পুনরুদ্ধারের দাবি সুদান সেনাবাহিনীর

সুদানের সেনাবাহিনী জানিয়েছে, তারা শুক্রবার তীব্র লড়াইয়ের পর আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) কাছ থেকে রাজধানী খার্তুমে প্রেসিডেন্ট প্রাসাদ পুনরুদ্ধার করেছে।খার্তুম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র নাবিল আবদুল্লাহ বলেন, ‘আমাদের সেনাবাহিনী শত্রুর যোদ্ধা এবং সরঞ্জাম সম্পূর্ণরূপে ধ্বংস করেছে এবং প্রচুর পরিমাণ সরঞ্জাম ও অস্ত্র জব্দ করেছে।’

আবদুল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেনাবাহিনী ’বিজয় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এবং আমাদের দেশের প্রতিটি ইঞ্চি মিলিশিয়া এবং তার সমর্থকদের হাত থেকে মুক্ত না হওয়া পর্যন্ত সকল ফ্রন্টে অগ্রগতি অব্যাহত রাখবে’।

সেনারা প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরের কিছু ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে এবং অভিনন্দন বিনিময় করছেন। তবে এএফপি তাৎক্ষণিকভাবে ফুটেজ যাচাই করতে পারেনি।

২০২৩ সালের এপ্রিলে আরএসএফ এবং সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হলে আধা-সামরিক বাহিনী প্রাসাদটি দখল করে নেয়।

ওই সময় আরএসএফ দ্রুত খার্তুমের রাস্তাগুলো দখল করে নেয়। সেনাবাহিনী-সমর্থিত সরকার লোহিত সাগর উপকূলে বন্দর সুদানে পালিয়ে যায়।

সেন্ট্রাল খার্তুমে প্রেসিডেন্ট প্রাসাদ মন্ত্রণালয় এবং রাজধানীর ব্যবসায়িক জেলার পাশাপাশি অবস্থিত। সাম্প্রতিক মাসগুলোতে সেনা বাহিনী শহর জুড়ে অভিযান চালানোর পর থেকে ভয়াবহ যুদ্ধের স্থান হয়ে উঠেছে।

চলতি সপ্তাহের শুরুতে সেনাবাহিনী বলেছিল যে তাদের বাহিনী উত্তর এবং দক্ষিণ থেকে একত্রিত হয়েছে।

প্রায় দুই বছরে লাখ লাখ মানুষকে হত্যা করেছে, ১ কোটি ২০ লাখেরও বেশি লোককে উচ্ছেদ করেছে এবং বিশ্বের বৃহত্তম ক্ষুধা ও বাস্তুচ্যুতি সংকট তৈরি করেছে।


একুশে সংবাদ/ এস কে

Link copied!