ইস্তাম্বুলের মেয়র ইকরেম ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে রাতভর বিক্ষোভের জেরে তুরস্কের বিভিন্ন শহর থেকে ৩৪৩ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। শনিবার (২২ মার্চ) এ তথ্য জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। খবর রয়টার্স
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্কের বড় শহর ইস্তাম্বুল এবং রাজধানী আঙ্কারার পাশাপাশি একাধিক শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এতে আরও বলা হয়, জনশৃঙ্খলা ব্যহত হওয়ার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া কোনো ধরনের উস্কানি এবং অরাজকতা সহ্য করা হবে না বলে সতর্ক বার্তা দেয়া হয়েছে।
দুর্নীতি ও সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তার অভিযোগ এনে গত বুধবার ইমামোলগুকে গ্রেপ্তার করার পরই থেকে প্রায় ১০ হাজারের বেশি তুর্কি নাগরিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন ইমামোলগু। যিনি জনমত জরিপে এরদোগানকে ছাড়িয়ে গেছেন।
মেয়রের দল রিপাবলিকান পিপিলস পার্টি (সিএইচপি) যেটি তুরস্কের প্রধান বিরোধী দল এ ঘটনায় নিন্দা জানিয়েছে বলেছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে বিক্ষোভকারীদের আইনিভাবে বিক্ষোভের আহ্বান জানিয়েছে দলটি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :