যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবানন ও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে লেবাননে ৭ জন নিহত হওয়ার পাশাপাশি গাজায় প্রাণ হারিয়েছেন ৩৪ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, গাজার বিভিন্ন স্থানে চালানো হামলায় ৩৪ জন নিহত হন। এর মধ্যে—গাজা শহরের তুফাহ এলাকায় ৯ জন,জেইতুন পাড়ায় ২ জন,আল-মোঘরাকা অঞ্চলে ২ জন,নেটজারিম করিডোরের কাছে ২ জন, বেইত লাহিয়ায় ৬ জন, দেইর এল-বালাহে ১ জন, খান ইউনিসে ২ জন প্রাণ হারান।
এদিকে, কথিত রকেট হামলার জবাবে দক্ষিণ লেবাননে ইসরায়েল বোমা বর্ষণ করলে ৭ জন নিহত ও ৪০ জন আহত হন। এই হামলা চার মাস আগে হিজবুল্লাহর সঙ্গে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তিকে হুমকির মুখে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইসরায়েলের দাবি, টায়ার ও তুলিন এলাকায় হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কারণ, লেবানন থেকে ইসরায়েলি শহর মেটুলার দিকে তিনটি রকেট ছোড়া হয়। তবে, হিজবুল্লাহ এই হামলার দায় অস্বীকার করেছে।
একুশে সংবাদ// চ.ট/ এ.জে
আপনার মতামত লিখুন :