যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। স্থানীয় সময় রোববার (২৩ মার্চ) সকালে নতুন করে হামলায় নিহত হয়েছেন অন্তত ৩৫ ফিলিস্তিনি। এতে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় প্রাণ হারানো মানুষের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। (সূত্র: আল জাজিরা)
নতুন এই হামলায় হামাসের রাজনৈতিক শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা সালাহ আল বারদায়েল ও তার স্ত্রী নিহত হয়েছেন। হামলার সময় তাঁরা নিজ তাঁবুতে ঘুমাচ্ছিলেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে:মোট নিহত: অন্তত ৫০,০২১ জন,আহত: ১,১৩,২৭৪ জন, ধ্বংসস্তূপে নিখোঁজ: কয়েক হাজার ফিলিস্তিনি ।গাজার সরকারি মিডিয়ার দাবি, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের অন্তর্ভুক্ত করলে মৃতের সংখ্যা ৬১,৭০০ ছাড়াতে পারে।
প্রায় দুই মাস অপেক্ষাকৃত শান্ত থাকার পর গাজায় আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল আকাশ ও স্থল—দুই দিক থেকেই হামাসের ওপর নতুন করে হামলা শুরু করেছে। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে হাজারো ফিলিস্তিনি।উপত্যকাজুড়ে নতুন করে ভয় ও অস্থিরতা ছড়িয়ে পড়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে:গাজায় নিহত অর্ধ লক্ষাধিক ফিলিস্তিনি, বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ। হামাসের হামলায় ইসরায়েলে নিহত প্রায় ১,১৩৯ জন। হামাসের হাতে বন্দী ২০০-এর বেশি ইসরায়েলি।
গাজার পরিস্থিতি এখন ক্রমশ আরও ভয়াবহ হয়ে উঠছে। মানবিক বিপর্যয়ের মুখে উপত্যকাটি কবে শান্ত হবে, সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি।
একুশে সংবাদ// চ.ট/এ.জে
আপনার মতামত লিখুন :