AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:১১ এএম, ২৪ মার্চ, ২০২৫
গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। মাত্র এক সপ্তাহেরও কম সময় আগে তিনি উপত্যকাটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন।

এর আগে, গত ১৮ মার্চ ইসরায়েলি বাহিনী গাজার সাবেক প্রধানমন্ত্রী ইশাম দা-লিসকে হত্যা করে। তার মৃত্যুর পরই ইসমাইল বারহুমকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

রোববার (২৩ মার্চ) রাতে গাজার নতুন প্রধানমন্ত্রীর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি জানান, দক্ষিণ গাজার খান ইউনিসে নাসের হাসপাতালে অভিযান চালিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ‘সফলভাবে’ ইসমাইল বারহুমকে হত্যা করেছে।

প্রতিরক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেতের তথ্য অনুযায়ী, ইসমাইল বারহুম ছিলেন গাজায় হামাস সরকারের নতুন প্রধানমন্ত্রী। কয়েকদিন আগে নিহত সাবেক প্রধানমন্ত্রী ইশাম দা-লিসের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।

ইসমাইল বারহুমকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলার একটি দৃশ্য ধরা পড়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং বিবিসি অ্যারাবির ক্যামেরায়। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, আল জাজিরার এক সাংবাদিক নাসের হাসপাতালের সামনে থেকে লাইভ সম্প্রচারের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই হঠাৎ মিসাইল সদৃশ কিছু একটি উড়ে এসে হাসপাতালটিতে আঘাত হানে, সঙ্গে সঙ্গে সেখানে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।

সর্বশেষ পাওয়া তথ্যানুসারে, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে হামলায় নাসের হাসপাতালটি নতুন করে আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে, একই রাতে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলাতেই ইসমাইল বারহুম ও আরও একজন প্রাণ হারান। হামাস এক বিবৃতিতে ইসমাইল বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ইসমাইল বারহুম নাসের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেখানেই তাকে টার্গেট করে হত্যা করা হয়।

 

একুশে সংবাদ//আ.ট// এ.জে

Link copied!