সাবেক মার্কিন অ্যাটর্নি এবং ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের আইনজীবী জেসিকা অ্যাবারের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২২ মার্চ) স্থানীয় সময় সকালে ৪৩ বছর বয়সে মৃত অবস্থায় পাওয়া গেছেন। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, অ্যালেক্সান্দ্রিয়া পুলিশ বিভাগ (এপিডি) জানিয়েছে, অ্যাবারের মৃত্যুর কারণ তদন্তাধীন রয়েছে এবং ভার্জিনিয়ার চিফ মেডিকেল এক্সামিনারের অফিস এটি নির্ধারণ করবে।
এপিডি এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার সকাল ৯টা ১৮ মিনিটে বেভারলি ড্রাইভের ৯০০ ব্লকে একটি অচেতন মহিলার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং সেখানেই অ্যাবারের মরদেহ পাওয়া যায়।
অ্যাবার ২০০৯ সালে ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টে সহকারী মার্কিন অ্যাটর্নি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত, তিনি মার্কিন বিচার বিভাগের ক্রিমিনাল ডিভিশনের সহকারী অ্যাটর্নি জেনারেলের পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে, তিনি ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব ভার্জিনিয়ার ক্রিমিনাল ডিভিশনের ডেপুটি চিফ হন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :