AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো নিউজিল্যান্ড


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৩৮ এএম, ২৫ মার্চ, ২০২৫
৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৫ মার্চ) এ ভূমিকম্প আঘাত হানে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের কারণে সুনামির হুমকি রয়েছে কিনা দুর্যোগ সংস্থা তা মূল্যায়ন করছে। খবর রয়টার্স

জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সাউথল্যান্ড এবং ফিউরল্যান্ড অঞ্চলের বাসিন্দাদের উপকূল থেকে দূরে থাকার পরামর্শ দেয়া হয়েছে। কারণ ভূমিকম্পের ফলে সমুদ্রের পানির গতিবেগে পরিবর্তন আসতে পারে।

সরকারিভাবে ভূমিকম্প পরিমাপ কেন্দ্র জিওনেট জানিয়েছে, ৪ হাজার ৭০০ জনের বেশি মানুষ ভূমিকম্প অনুভব করেছে। নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভূমিকম্পে ফলে সৃষ্ট ঝাঁকুনিতে অনেক মালামাল পড়ে গেছে এবং ভবনগুলো দুলছিল।

নিউজিল্যান্ডের হেরাল্ড সংবাদমাধ্যমের প্রতিবেদনে এক ফেসবুক ব্যবহারকারীর পোস্টের বরাত দিয়ে বলা হয়েছে, ওই ব্যবহারকারী বলেছেন, ভূমিকম্পের ফলে তার ঘরের আলমারি থেকে মালপত্র পড়েছে গেছে, বাইরে থাকা টেবিলটি নাচতে ছিল।

জিওনেট সতর্কবার্তায় জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ৩৩ কিলোমিটার (২১ মাইল) গভীরে। স্নেয়ার্স দ্বীপ থেকে ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এর অবস্থান। এই দ্বীপটি নিউজিল্যান্ডের উপ-অ্যান্টার্কটিক দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে উত্তরে অবস্থিত।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ রিখটার স্কেল। যার উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে।

অস্ট্রেলিয়ার জাতীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ভূমিকম্পের কারণে সুনামির হুমকি নেই।


একুশে সংবাদ/ এস কে

 

Link copied!