AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সালভাদরের আদালতে অভিবাসীদের মুক্তির আবেদন আইনজীবীদের


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৩৮ এএম, ২৫ মার্চ, ২০২৫
সালভাদরের আদালতে অভিবাসীদের মুক্তির আবেদন আইনজীবীদের

কারাকাসের নিয়োগপ্রাপ্ত একটি আইনি সংস্থা সোমবার এল সালভাদরের সুপ্রিম কোর্টে মধ্য আমেরিকার দেশটির একটি কুখ্যাত কঠোর কারাগারে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত ২৩৮ ভেনেজুয়েলার নাগরিকের মুক্তির জন্য আবেদন দায়ের করেছেন। সান সালভাদর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৬ মার্চ কোনও ধরনের আদালতের শুনানি ছাড়াই এই ব্যক্তিদের এল সালভাদরে নিয়ে যাওয়ার জন্য খুব কম ব্যবহৃত যুদ্ধকালীন আইন প্রয়োগ করেছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, তারা সহিংস ট্রেন ডি আরাগুয়া গ্যাংয়ের সদস্য। তবে তাদের পরিবার এবং আইনজীবীরা তাদের  বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

একজন মার্কিন ফেডারেল বিচারক বহিষ্কার আদেশ সাময়িকভাবে স্থগিত করার পরেও এই বহিষ্কার সংঘটিত হয়েছে। পুরুষদের হাত-পা শিকল দিয়ে বেঁধে এল সালভাদরের সর্বোচ্চ নিরাপত্তা ’টেররিজম কনফাইনমেন্ট সেন্টার (সেকোট) এ নিয়ে যাওয়া হয়।সোমবার, আইনজীবী জেইম ওর্তেগা একটি হেবিয়াস কর্পাস আবেদন দাখিল করেছেন। আবেদনে অভিবাসীদের অব্যাহত আটক রাখার ন্যায্যতা দাবি করা হয়েছে।

আদালতে ওর্তেগা বলেন, ’তারা আমাদের দেশে কোনও অপরাধ করেনি। ওর্তেগা বলেন, তাকে ভেনেজুয়েলা সরকার এবং আটক ভেনেজুয়েলার আত্মীয়দের একটি কমিটি নিয়োগ করেছে। তিনি আরো বলেন, ৩০ জন বন্দীর পরিবারের কাছ থেকে তার কাছে ম্যান্ডেট রয়েছে। তবে তিনি পুরো দলের মুক্তির জন্য কাজ করবেন।

জাতীয় টিভিতে সম্প্রচারিত এক অনুষ্ঠানে মাদুরো এল সালভাদরের প্রেসিডেন্টের কথা উল্লেখ করে বলেন, কনসেনট্রেশন ক্যাম্পে নেওয়ার এক সপ্তাহ পরও মার্কিন যুক্তরাষ্ট্র সরকার বা নায়েব বুকেলে কেউই এল সালভাদরে কাদের অপহরণ করেছে তার তালিকা প্রকাশ করেনি।

সহিংস অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বুকেলে দেশে প্রশংসিত হন। হাজার হাজার সন্দেহভাজন গ্যাংস্টারকে সেকোট-তে পাঠানো হয়। যা তিনি বিশেষভাবে তৈরি করেছিলেন। মানবাধিকার সংস্থাগুলো বিভিন্ন ধরণের অভিযোগের জন্য এই অভিযানের সমালোচনা করেছে।

গ্যাংগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তি চেয়ে সুপ্রিম কোর্টে অনেক হেবিয়াস কর্পাস আবেদন দাখিল করা হয়েছে। তবে খুব কম সংখ্যকই সাড়া পেয়েছে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!