AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইইউর সতর্কবার্তা সত্ত্বেও আবারও সিরিয়ায় ইসরাইলি হামলা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:১৬ পিএম, ২৫ মার্চ, ২০২৫
ইইউর সতর্কবার্তা সত্ত্বেও আবারও সিরিয়ায় ইসরাইলি হামলা

ইসরাইলি সেনাবাহিনী মঙ্গলবার জানিয়েছে, তারা আবারও সিরিয়ার মধ্যাঞ্চলে দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর একদিন আগে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান লেবানন ও সিরিয়ায় হামলা চালালে ঝুঁকি আরো বাড়বে বলে সতর্ক করেন। জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়। 

ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, ‘কিছুক্ষণ আগে, আইডিএফ সিরিয়ার তাদমুর ও টি৪ সামরিক ঘাঁটিতে থাকা সামরিক সক্ষমতায় হামলা চালিয়েছে।’

তারা আরো বলেছে, ইসরাইল রাষ্ট্রের নাগরিকের ওপর যেকোনো হুমকি দূর করার লক্ষ্যে আইডিএফ তার পদক্ষেপ অব্যাহত রাখবে। ইসরাইল শুক্রবার জানিয়েছে, একটি যুদ্ধ পর্যবেক্ষণকারী প্রথমবারের মতো অভিযানের খবর দেওয়ার পর তারা একই ঘাঁটিতে পুনরায় হামলা চালিয়েছে।

সোমবার জেরুজালেম সফরকালে, ইইউ’র পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাস সিরিয়া এবং লেবাননে ইসরাইলি হামলা পরিস্থিতি আরো খারাপ করার হুমকি দিচ্ছে বলে সতর্ক করেন।

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারার সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ক্যালাস বলেন, ‘সামরিক পদক্ষেপ অবশ্যই আনুপাতিক হতে হবে। সিরিয়া ও লেবাননে ইসরাইলি হামলা আরও তীব্রতর হওয়ার ঝুঁকি তৈরি করবে।

ক্যালাস সাংবাদিকদের বলেন, ‘আমরা মনে করি এই ধরনের পদক্ষেপ অপ্রয়োজনীয় এবং ইসরাইলের বিরুদ্ধে মৌলবাদকে আরো উস্কে দিবে, কারণ সিরিয়া এখন ইসরাইলে আক্রমণ করছে না।’

ডিসেম্বরে ইসলামপন্থী বিদ্রোহীরা বাশার আল-আসাদকে উৎখাত করার পর থেকে সিরিয়ায় সামরিক স্থাপনাগুলোতে শত শত হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইল বলেছে, তারা জিহাদি হিসেবে বিবেচিত নতুন কর্তৃপক্ষের হাতে অস্ত্র যাওয়া রোধ করতে চায়।

এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও, ইসরাইল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। উভয় পক্ষই বারবার পরস্পরের প্রতি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে।

২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথমবারের মতো ইসরাইল তার ভূখণ্ডে রকেট হামলার জবাবে শনিবার দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়ে আটজনকে হত্যা করেছে।


 

একুশে সংবাদ/ এস কে

Link copied!