ভারতের কর্নাটকের একটি মন্দিরের দানবাক্স খুলতেই চমক দেখা গেল। কোটি কোটি নগদ অর্থের পাশাপাশি মিলল সোনা-রুপাও।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, ষোড়শ শতকের সাধু রাঘবেন্দ্র স্বামীর জন্মতিথি উপলক্ষে প্রায় ৩০ দিন ধরে মন্দিরে ভক্তদের সমাগম হয়। এই সময় মন্দিরের দানবাক্সে জমা পড়ে গহনা ও অঢেল টাকা-পয়সা।
খবরে বলা হয়েছে, দানবাক্স থেকে ৩ কোটি ৪৮ লক্ষ ৬৯ হাজার ৬২১ রুপির (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৯০ লাখ টাকা) পাশাপাশি ৩২ গ্রাম সোনা ও ১.২৪ কেজি রুপা পাওয়া গেছে।
মন্দিরের ভেতরের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, মন্দিরের মেঝেতে সারি সারি বসে রয়েছেন শতাধিক পুরোহিত। তাদের সামনে ছড়িয়ে নোট ও মুদ্রা। তারা সেগুলো গুনছেন।
গত বছর বেঙ্গালুরুতে রাঘবেন্দ্র স্বামীর এই মন্দিরে গিয়েছিলেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তার স্ত্রী অক্ষতা মূর্তি।
তাদের সঙ্গে ছিলেন অক্ষতার বাবা তথা প্রযুক্তি প্রতিষ্ঠান ইনফোসিসের অন্যতম প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি, তার স্ত্রী ভারতের রাজ্যসভার সাংসদ সুধা মূর্তি। তাদের ওই মন্দিরে আরতি করতেও দেখা গিয়েছিল।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :