মস্কোতে হামলার শুরুতে বন্দি হওয়া ইউক্রেনের একদল নাগরিককে সন্ত্রাসবাদ ও বিভিন্ন অভিযোগে বুধবার রাশিয়ার একটি আদালত ২৩ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দেশটির বর্তমান ও সাবেক সৈন্যসহ সাধারণ নাগরিক রয়েছেন।
মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। রাশিয়ার সংবাদ সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ-অন-ডনের একটি আদালত ইউক্রেনের ২৩ জন নাগরিককে ১৩ থেকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছে। যাদের মধ্যে ১২ জন রাশিয়ায় আটক রয়েছে। আর বাকিদের বন্দি বিনিময় করা হয়েছে ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :