ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৫০,২০০ জনে পৌঁছেছে।
বুধবার (২৬ মার্চ) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক ইসরায়েলি হামলায় ৩৯ জন নিহত ও ১২৪ জন আহত হয়েছেন। সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৩ হাজার ৮২৮ জনে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন এবং উদ্ধারকারীরা অনেক জায়গায় পৌঁছাতেও পারছেন না।
নতুন করে হামলা: গত ১৮ মার্চ থেকে ইসরায়েলের হামলায় ৮৩০ জন নিহত এবং প্রায় ১,৮০০ জন আহত হয়েছেন।যুদ্ধবিরতি লঙ্ঘন: চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের হামলায় ভেঙে গেছে।
নভেম্বর ২০২৩: আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গাজায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
আন্তর্জাতিক বিচার আদালত (ICJ)-এ গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে মামলা চলছে।
অবরুদ্ধ গাজায় মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে। ইসরায়েলের এই হামলা বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়লেও সহিংসতা থামার কোনো ইঙ্গিত এখনো পাওয়া যাচ্ছে না।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :