AB Bank
  • ঢাকা
  • রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ১৬ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিখোঁজ ৪ সেনার উদ্ধারে অভিযান চলছে


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:৫৫ পিএম, ২৭ মার্চ, ২০২৫
নিখোঁজ ৪ সেনার উদ্ধারে অভিযান চলছে

লিথুয়ানিয়ায় নিখোঁজ যুক্তরাষ্ট্রের চার সেনার গাড়িটি পানিতে নিমজ্জিত অবস্থায় পাওয়া গেছে। মার্কিন সেনাবাহিনী বলেছে, সৈন্যদের উদ্ধারে অনুসন্ধান চলছে।

বেলারুশের সীমান্ত থেকে ১০ কিলোমিটার দূরের শহর পাবরাদেতে জেনারেল সিলভেস্ট্রাস জুকাউস্কাস ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলনের সময়, সামরিক মহড়ার অংশ নেয়া চার সেনা নিখোঁজ হয়েছিলেন। পরে লিথুয়ানিয়ান এবং বিদেশি সৈন্য, বিমান বাহিনী এবং রাষ্ট্রীয় সীমান্ত রক্ষী বাহিনীর হেলিকপ্টারসহ সৈন্যদের উদ্ধার অভিযান শুরু করা হয়।

ইউএস আর্মি ইউরোপ অ্যান্ড আফ্রিকার পাবলিক অ্যাফেয়ার্স অফিস এক বিবৃতিতে বলেছে, "নিখোঁজ চার মার্কিন সৈন্য একটি প্রশিক্ষণ অনুশীলনের সময় নিখোঁজ হন। পরে গাড়িটি একটি প্রশিক্ষণ এলাকায় পানির মধ্যে নিমজ্জিত অবস্থায় পাওয়া গেছে … সেটি উঠানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি সৈন্যদের উদ্ধারের জন্য অনুসন্ধান অব্যাহত রয়েছে।"

এর আগে বুধবার ন্যাটো মহাসচিব, মার্ক রুট সাংবাদিকদের বলেছিলেন যে চার সৈন্যকে "হত্যা" করা হয়েছে। তবে তিনি বিশদ কিছু জানাননি। ন্যাটোর ভারপ্রাপ্ত মুখপাত্র অ্যালিসন হার্ট পরে এএফপিকে বলেন, "মহাসচিব প্রকাশিত সংবাদের কথা উল্লেখ করছিলেন। তিনি চার মার্কিন সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেননি।"

লিথুয়ানিয়ান সেনাবাহিনী এর আগে বলেছিল যে "সৈন্যদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে, এমন কোন প্রমাণ বা তথ্য নেই"। লিথুয়ানিয়ান প্রতিরক্ষা মন্ত্রী ডোভিলে সাকালিয়েনি বলেছেন, "নিখোঁজদের উদ্ধারে কর্মকর্তারা চব্বিশ ঘণ্টা কাজ করছে। সবাই স্ট্যান্ডবাইতে রয়েছে, তারা জরুরী চিকিৎসা সহায়তা প্রদানের জন্য প্রস্তুত।"

সূত্র : গার্ডিয়ান

একুশে সংবাদ/ এস কে

Link copied!