পবিত্র ঈদুল ফিতরের কবে তা জানার জন্য আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। শাওয়াল মাসের প্রথম দিনই পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। এজন্য শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় নতুন মাসের চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে। এদিন সৌদি আরবে ২৯টি রমজান শেষ হবে। খবর আরব নিউজ
বৃহস্পতিবার (২৭ মার্চ) এক ঘোষণায় সৌদি আরবের সু্প্রিম কোর্ট সবাইকে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। শনিবার সন্ধ্যায় কেউ যদি খালি চোখে অথবা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে চাঁদ দেখে তাহলে নিকটস্থ আদালতের কাছে জানাতে বলা হয়েছে।
ঘোষণাপত্রে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সৌদি আরবের প্রত্যেক মুসলিম নাগরিককে শনিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানানো হচ্ছে। কেউ যদি খালি চোখে অথবা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে পায় তাহলে নিকটস্থ আদালতের কাছে সেই খবর পৌঁছে দেয়ার আহ্বান জানানো হচ্ছে।
এতে আরও বলা হয়েছে, সুপ্রিম কোর্ট আশা করে, কেউ চাঁদ দেখতে পেলে সেই তথ্য চাঁদ দেখা কমিটির কাছে জানাবে এবং এর জন্য তিনি পুরষ্কারের আশা রাখেন।
গত ১ মার্চ থেকে সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হয়। শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পবিত্র রমজান শেষ হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :