AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:০২ এএম, ২৮ মার্চ, ২০২৫
২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা আরও ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সংঘাতে নিহতের সংখ্যা ৫০ হাজার ২০০ ছাড়িয়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরার শুক্রবার (২৮ মার্চ)  এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার মধ্যাঞ্চলে একটি ব্যস্ত বাজারে ইসরায়েলি হামলায় সাতজন ফিলিস্তিনি নিহত হন। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় ৪০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ২০৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৯১০ জন ছাড়িয়েছে।

অন্যদিকে, গাজার সরকারি মিডিয়া অফিসের মতে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের হিসাব করলে প্রকৃত মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে যেতে পারে। হাজারো মানুষ এখনও নিখোঁজ রয়েছেন, যাদের বেশিরভাগকেই মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।


জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) সতর্কবার্তা:তীব্র ক্ষুধা ও অপুষ্টিতে ভুগছেন হাজার হাজার ফিলিস্তিনি।তিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (UNRWA) জানায়:গত তিন সপ্তাহ ধরে গাজায় কোনো মানবিক সহায়তা প্রবেশ করেনি।

ইসরায়েলি সেনাবাহিনীর হামলা গাজাজুড়ে অব্যাহত রয়েছে। আলজাজিরা আরবি ও ফিলিস্তিনি তথ্য কেন্দ্রের তথ্য অনুযায়ী, গাজার জেইতুন এলাকায় আওয়াদ পরিবারের বাড়িতে বিমান হামলায় তিনজন নিহত হন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

এই ভয়াবহ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়লেও সহিংসতা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

 

 


একুশে সংবাদ// এ.জে

Link copied!