ফিলিস্তিনিপন্থি বিক্ষোভকারীদের দমন করার উদ্দেশ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার অংশ হিসেবে অন্তত ৩০০ বিদেশি শিক্ষার্থীর ভিসা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একথা জানিয়েছেন। খবর বিবিসির।
শুক্রবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আমরা প্রতিনিয়তই এমন কাজ করি, যখনই এই পাগলদের কাউকে খুঁজে পাই। অভিবাসন কর্মকর্তারা টাফ্টস ইউনিভার্সিটিতে পড়ুয়া তুর্কি শিক্ষার্থীকে আটক করার পর এই মন্তব্য করেন মার্কিন পররষ্ট্রমন্ত্রী।
ম্যাসাচুসেটসের বোস্টনের বাইরে মুখোশধারী ও সাদা পোশাকের অফিসাররা রুমেসা ওজতুর্ক নামের ওই শিক্ষার্থীকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে এবং অনলাইনে ক্ষোভের জন্ম দিয়েছে।
ওজতুর্ক এফ-ওয়ান স্টুডেন্ট ভিসায় একজন ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে চাইল্ড স্টাডি এবং হিউম্যান ডেভেলপমেন্টে (টিইউএফটিএস) ডক্টরেট প্রোগ্রামে ছিলেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে জিজ্ঞেস করা হয়েছিল কেন তুর্কি ছাত্রের ভিসা প্রত্যাহার করা হয়েছে।
এ বিষয়ে রুবিও বলেন, আমি এটি সর্বত্র বলেছি এবং আবার বলব। আপনি যদি যুক্তরাষ্ট্রে আসতে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করেন এবং আপনি বলেন যে আপনি শুধু পড়াশোনা করতে আসছেন না বরং এমন আন্দোলনে অংশ নিতে আসছেন যা বিশ্ববিদ্যালয় ভাঙচুর করে, শিক্ষার্থীদের হয়রানি করে, ভবন দখল করে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে, আমরা আপনাকে সেই ভিসা দিচ্ছি না।
রুবিও ফিলিস্তিনিপন্থি বিক্ষোভে অংশ নেয়া ৩০ বছর বয়সী ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ দেননি। তবে ওই শিক্ষার্থী গত বছর সংবাদপত্রে একটি মতামতের সহ-লেখক ছিলেন যেখানে তার বিশ্ববিদ্যালয়কে ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত সংস্থাগুলি থেকে বিচ্ছিন্ন করার এবং ফিলিস্তিনি গণহত্যা স্বীকার করার আহ্বান জানিয়েছিলেন তিনি।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রকাশকারী আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপের মধ্যে যুক্তরাষ্ট্রে এটি সর্বশেষ গ্রেপ্তার। এর আগে জানুয়ারিতে একটি নির্বাহী আদেশে বলা হয়েছিল, প্রশাসন যাকে ইহুদিবিদ্বেষ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে তার বিরুদ্ধে লড়াই করা ট্রাম্পের অঙ্গীকারের একটি অংশ।
এরপর হোয়াইট হাউস কলম্বিয়ার তহবিল থেকে ৪০০ মিলিয়ন ডলার প্রত্যাহার করেছে। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, বিশ্ববিদ্যালয়টি তার ক্যাম্পাসে ইহুদিবিরোধীতা মোকাবেলায় ব্যর্থ হয়েছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে একই কাজ করার হুমকি দিয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :