মিয়ানমারে দু’টি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সর্বোচ্চ ৭.৭ মাত্রার কথা বললেও চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানিয়েছে, ঝাঁকুনিটি ৭.৯ মাত্রার ছিল। খবর আল জাজিরার।
সিনহুয়া বার্তা সংস্থার মতে, সিইএনসির একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়েছে যে ইউনানে ভূকম্পন অনুভূত হয়েছে। এ ছাড়া মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডেও শক্তিশালী কম্পনের খবর পাওয়া গেছে।
কম্পনের সময় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বাসিন্দারা উঁচু ভবন থেকে বেরিয়ে এসেছেন। সেখানকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কম্পন যথেষ্ট শক্তিশালী ছিল যাতে পুল থেকে জল বেরিয়ে আসে।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) আরও জানিয়েছে অন্য ভূকম্পনটির মাত্রা ছিল ৬.৪। প্রথম কম্পনটি স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে সাগাইং শহরের ১৬ কিলোমিটার (১০ মাইল) উত্তর-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :