AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রণয় ভার্মা-দ্বিবেদী বৈঠকে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:১৬ পিএম, ২৯ মার্চ, ২০২৫
প্রণয় ভার্মা-দ্বিবেদী বৈঠকে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা ও ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দ্বিপক্ষীয় প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছেন। তারা আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য যৌথ উদ্যোগ নিয়েও মতবিনিময় করেছেন।

শুক্রবার রাতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালকের এক্স অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি পোস্টে বলা হয়েছে, "সিওএএস জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রণয় ভার্মা। তারা পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা করেছেন এবং দ্বিপক্ষীয় প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদার, আঞ্চলিক নিরাপত্তা শক্তিশালী করার বিষয়ে যৌথ উদ্যোগের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।"

গত বছর আগস্টে বাংলাদেশের ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসানের পর ভারত-বাংলাদেশ সম্পর্কের মধ্যে কিছু টানাপড়েন তৈরি হয়, যা সীমান্তে ভারতীয় কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টার কারণে আরও উত্তেজিত হয়।

এমন প্রেক্ষাপটে, গত জানুয়ারিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপন করেন। ১৩ জানুয়ারি সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতিবেশী দেশের মধ্যে বিরোধ কারোর জন্যই লাভজনক নয়। সেনাবাহিনীর সম্পর্ক ভালো থাকলেও, রাষ্ট্রীয় সম্পর্ক নিয়ে আলোচনা কেবল তখনই সম্ভব, যখন ‘নির্বাচিত সরকার’ থাকবে।

 

একুশে সংবাদ/ব.জ/এনএস

Link copied!