AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে প্রাণহানিতে জাপানের শোক


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:২১ পিএম, ২৯ মার্চ, ২০২৫
মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে প্রাণহানিতে জাপানের শোক

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে ৬৯৪ জনের প্রাণহানি এবং ১৬৭০ জন শনিবার পাঠানো বার্তায় ইশিবা বলেছেন, ‘মধ্য মিয়ানমারে ভূমিকম্পের ফলে যে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে পেরে আমি গভীরভাবে দুঃখিত। ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার আন্তরিক সমবেদনা’। টোকিও থেকে এএফপি এই খবর জানায়।

তিনি বলেছেন, ‘আমি ক্ষতিগ্রস্তদের দ্রুত আরোগ্যে এবং দুর্যোগ কবলিত এলাকাগুলোর দ্রুত পুনরুদ্ধারের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করছি। এই কঠিন সময়ে আমরা আমাদের ঘনিষ্ঠ বন্ধু মিয়ানমারের জনগণের পাশে আছি’ ।

থাইল্যান্ডের উদ্দেশ্যে এক পৃথক বার্তায় তিনি বলেছেন, ১০ জনের মৃত্যুতে তিনি ‘দুঃখিত’ এবং ‘যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমরা গভীর সহানুভূতি প্রকাশ করছি। আমরা আমাদের ভালো বন্ধু থাইল্যান্ড রাজ্যের পাশে আছি।’

শুক্রবার মধ্য মিয়ানমারের সাগাইং শহরের উত্তর-পশ্চিমে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এবং এর কয়েক মিনিট পরেই ৬ দশমিকত ৪ মাত্রার একটি প্রতিঘাত আঘাত হানে।

মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং শনিবার বলেছেন যে কমপক্ষে ৬৯৪ জন নিহত এবং আহত হয়েছেন ১৬৭০ জন । তবে তিনি সতর্ক করে বলেছেন, মৃতের সংখ্যা আরো ‘বাড়তে পারে’।

এদিকে থাইল্যান্ডে এখনো পর্যন্ত ১০ মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!