AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিধ্বস্ত বিমান, আরোহীদের কেউ বেঁচে নেই


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:১৮ এএম, ৩০ মার্চ, ২০২৫
যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিধ্বস্ত বিমান, আরোহীদের কেউ বেঁচে নেই

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে, এতে আরোহীদের সবাই নিহত হয়েছেন। তবে বিমানটিতে ঠিক কতজন আরোহী ছিলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রোববার (৩০ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে, মিনেসোটার ব্রুকলিন পার্ক এলাকায় একটি বাড়ির ওপর বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এই প্রাণহানির ঘটনা ঘটে।

শনিবার, আইওয়া থেকে মিনেসোটাগামী একটি ছোট বিমান শহরতলির একটি বাড়িতে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমানটি স্থানীয় সময় ১২:২০ মিনিট এ উড্ডয়ন করেছিল এবং পরে ব্রুকলিন পার্কের আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

তদন্তকারীরা জানিয়েছেন, বিমানটিতে কতজন আরোহী ছিলেন তা স্পষ্ট নয়, তবে ব্রুকলিন পার্ক ফায়ার সার্ভিসের প্রধান শ্যান কনওয়ে জানিয়েছেন, যাত্রীদের মধ্যে কেউ বেঁচে নেই। বাড়ির ভেতরে থাকা কোনো মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়নি।

জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড জানিয়েছে, তারা দুর্ঘটনার কারণ তদন্ত করবে। তবে এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি। সংস্থাটি ইতোমধ্যেই মিনেসোটা চলে গেছে এবং রোববার তারা ঘটনাস্থলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, “ঘটনাস্থলে পৌঁছানোর পর তদন্তকারীরা সেখানে পরিস্থিতি নথিভুক্তকরণ ও বিমানটি পরীক্ষা করার প্রক্রিয়া শুরু করবেন। এরপর এটি আরও বিশ্লেষণের জন্য নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে।”

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটি যে বাড়িতে বিধ্বস্ত হয়েছে, তা আগুনে পুড়ে গেছে এবং স্থানীয় দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা করছে।


একুশে সংবাদ//ঢ.প/এ.জে

Link copied!