ক্যারিবীয় দেশ ডোমিনিকান রিপাবলিকে ভয়াবহ এক দুর্ঘটনায় নাইটক্লাবের ছাদ ধসে এখন পর্যন্ত ৯৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৫০ জনের বেশি। নিহতদের মধ্যে রয়েছেন দেশটির এক প্রাদেশিক গভর্নর এবং সাবেক মেজর লীগ বেসবল খেলোয়াড় অক্টাভিও ডোটেল।
বুধবার (৯ এপ্রিল) বিবিসি এক প্রতিবেদনে জানায়, রাজধানী সান্তো ডোমিঙ্গোর জনপ্রিয় ‘জেট সেট’ নাইটক্লাবে মারাত্মক এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার সময় নাইটক্লাবটিতে মেরেঙ্গু শিল্পী রুবি পেরেজের কনসার্ট চলছিল এবং ভেতরে শত শত মানুষ উপস্থিত ছিলেন। কনসার্ট চলাকালে হঠাৎ ছাদ ধসে পড়লে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা।
জরুরি পরিচালনা কেন্দ্রের (সিওই) পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্ডেজ জানিয়েছেন, ঘটনাস্থলে প্রায় ৪০০ উদ্ধারকর্মী কাজ করছেন এবং এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
নিহতদের মধ্যে রয়েছেন মন্টে ক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজ, যিনি সাতবারের অল-স্টার বেসবল খেলোয়াড় নেলসন ক্রুজের বোন। প্রেসিডেন্ট লুইস আবিনাদার গভর্নর ক্রুজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অক্টাভিও ডোটেল, যিনি ১৯৯৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত নিউইয়র্ক মেটস, হিউস্টন অ্যাস্ট্রোস, ওকল্যান্ড এ’স, ইয়াঙ্কিস, শিকাগো হোয়াইট সক্স, ডেট্রয়েট টাইগার্সসহ বিভিন্ন দলে খেলেছেন, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গায়ক রুবি পেরেজ পারফর্ম করছিলেন, তখনই একজন দর্শক ছাদের দিকে ইঙ্গিত করে বলছেন— “সিলিং থেকে কিছু পড়ছে”। গায়কের দৃষ্টি তখন ছাদের দিকেই।
‘জেট সেট’ নাইটক্লাবটি রাজধানীর অন্যতম বিখ্যাত বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত। রাজনীতিবিদ থেকে শুরু করে ক্রীড়াবিদ, সেলিব্রিটি—সকলেই এই ক্লাবে নিয়মিত আসতেন।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
একুশে সংবাদ//ঢ.প//এ.জে
আপনার মতামত লিখুন :