চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের চেংদে শহরে একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় সোমবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে।
বুধবার (৯ এপ্রিল) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
সিনহুয়া জানায়, অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে অনেকেই অবস্থান করছিলেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর বাকি বাসিন্দাদের নিরাপদে সরিয়ে কাছাকাছি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে আহত ও স্থানান্তরিতদের সঠিক সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।
এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে তদন্তে পৌঁছেছে, এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
চীনে আগুনজনিত দুর্ঘটনা নতুন নয়। গত কয়েক বছরেও হাসপাতাল, কারখানা ও আবাসিক ভবনে আগুন লাগার বেশ কিছু প্রাণঘাতী ঘটনা ঘটেছে। এ ঘটনায় আবারও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
একুশে সংবাদ//ঢ.প//এ.জে
আপনার মতামত লিখুন :