AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফিলিস্তিনিদের আশ্রয় দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া – প্রেসিডেন্ট প্রাবোও


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৮:২৮ পিএম, ৯ এপ্রিল, ২০২৫
ফিলিস্তিনিদের আশ্রয় দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া – প্রেসিডেন্ট প্রাবোও

গাজায় চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের সাময়িক আশ্রয় দেওয়ার জন্য ইন্দোনেশিয়া প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।

তিনি বলেন, মানবিক দিক বিবেচনায় ফিলিস্তিনিদের সহায়তা করা ইন্দোনেশিয়ার দায়িত্ব। প্রয়োজনে ক্ষতিগ্রস্তদের সাময়িকভাবে ইন্দোনেশিয়ায় আশ্রয় দেওয়া হবে।

বুধবার মধ্যপ্রাচ্য ও তুরস্ক সফরে যাওয়ার আগে তিনি বলেছিলেন, প্রথম দফায় গাজার প্রায় ১,০০০ ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়ার পরিকল্পনা রয়েছে। এসব মানুষকে চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ইন্দোনেশিয়ায় আনা হবে, যারা আহত, মানসিকভাবে বিপর্যস্ত এবং অনাথ।

প্রাবোও বলেন, "আমরা আহত, মানসিকভাবে বিপর্যস্ত এবং অনাথদের নিরাপদ আশ্রয়ে নিতে প্রস্তুত। তারা পুরোপুরি সুস্থ হয়ে উঠলে এবং গাজায় ফিরে যাওয়ার মতো নিরাপদ পরিবেশ সৃষ্টি হলে তাদের ফিরিয়ে দেওয়া হবে।"

তিনি জানান, ফিলিস্তিনিরা কিভাবে ইন্দোনেশিয়ায় আনা হতে পারে, তা নিয়ে দ্রুত আলোচনা শুরু করার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

এমন পরিকল্পনা বাস্তবায়ন সহজ নয়, তবে ইন্দোনেশিয়া ফিলিস্তিনিদের নিরাপত্তা ও স্বাধীনতার পক্ষে এবং সংঘাতের সমাধানে তার ভূমিকা আরও বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় ৫০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, অন্যদিকে ইসরায়েল দাবি করছে, হামাসের হামলায় অক্টোবর মাসে তাদের ১,২০০ নাগরিক নিহত এবং ২৫০ জনকে জিম্মি করা হয়।

ইন্দোনেশিয়া ইতোমধ্যে গাজায় মানবিক সহায়তা পাঠিয়েছে এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের গাজা থেকে স্থায়ীভাবে সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন, তবে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সেই পরামর্শ প্রত্যাখ্যান করে। প্রেসিডেন্ট প্রাবোও আগে বলেছিলেন, প্রয়োজনে গাজায় শান্তিরক্ষী সেনা পাঠাতে তার দেশ প্রস্তুত।

 

একুশে সংবাদ/ব.জ/এনএস

Shwapno
Link copied!