গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর (আইডিএফ) সর্বশেষ বিমান হামলায় ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন অন্তত ২৬ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ১০৬ জন। শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
গেল বছরের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর গাজায় অভিযান শুরু করে আইডিএফ। একাধিক যুদ্ধবিরতির পর চলমান দ্বিতীয় দফার হামলায় গত ১৫ দিনেই প্রাণ হারিয়েছেন দুই হাজারের বেশি ফিলিস্তিনি।
২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি অভিযানে মোট ৫০ হাজার ৯১২ জন নিহত এবং ১ লাখ ১৫ হাজার ৯৮১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
নিহত ও আহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।
হামাসের হাতে অপহৃত ২৫১ জন জিম্মির মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত রয়েছে বলে দাবি করেছে আইডিএফ। তাদের উদ্ধারের লক্ষ্যেই সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
তিনি বলেন,“হামাসকে সম্পূর্ণভাবে নিঃশেষ ও জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে।”
গাজার মানবিক সংকট ও সহিংসতা বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে ইসরায়েলকে বারবার আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ইতোমধ্যে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) গণহত্যার অভিযোগে মামলাও দায়ের করা হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
একুশে সংবাদ//ঢ.প//এ.জে
আপনার মতামত লিখুন :