AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মার্কিন কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল চীন


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:০৮ পিএম, ১৪ এপ্রিল, ২০২৫
মার্কিন কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল চীন

তিব্বত বিষয়ক ‘‘খারাপ আচরণে’’ জড়িত থাকার অভিযোগে মার্কিন কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে চীন। সোমবার (১৪ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

দুই সপ্তাহ আগে তিব্বতে বিদেশিদের প্রবেশাধিকারের বিষয়ে চীনা কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধ আরোপের প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নিয়েছে চীন।

লিন বলেন, “তিব্বত চীনের অভ্যন্তরীণ বিষয়। যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধ আন্তর্জাতিক সম্পর্ক ও আইন লঙ্ঘনের শামিল।” তিনি আরও বলেন, “চীন তিব্বতে ভ্রমণ ও ব্যবসায় আগ্রহী বিদেশিদের স্বাগত জানায়, তবে তথাকথিত মানবাধিকার ও সংস্কৃতির অজুহাতে হস্তক্ষেপের বিরোধিতা করে।”

Shwapno

চীন দাবি করে, বিদেশি পর্যটক ও কূটনীতিকরা তিব্বতে অনুমতি সাপেক্ষে ভ্রমণ করতে পারেন। তবে যুক্তরাষ্ট্র বলছে, সাংবাদিক ও কূটনীতিকদের সেখানে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, ১৯৫০ সাল থেকে চীন তিব্বত দখল করে রেখেছে, যা নিয়ে ভারতের সঙ্গে একাধিকবার সীমান্ত সংঘর্ষ ঘটেছে। সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে উত্তেজনা বাড়ছে, বিশেষ করে চীন-ভারত সীমান্তে।

সূত্র: রয়টার্স।

 

একুশে সংবাদ//ঢ.প//এ.জে

Link copied!