AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ বাদাবি আর নেই


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৪৩ পিএম, ১৪ এপ্রিল, ২০২৫
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ বাদাবি আর নেই

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ বাদাবি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৮৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

সোমবার (১৪ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজধানী কুয়ালালামপুরের জাতীয় হার্ট ইনস্টিটিউটে তিনি মৃত্যুবরণ করেন। সাবেক এই প্রধানমন্ত্রীর জামাতা ও দেশটির সাবেক স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালউদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর নির্দিষ্ট কোনো কারণ তিনি উল্লেখ করেননি।

জাতীয় হার্ট ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত রোববার হাসপাতালে ভর্তি হন আব্দুল্লাহ আহমাদ বাদাবি। তার অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিকভাবে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি চলে যান না-ফেরার দেশে।

উল্লেখ্য, প্রবীণ রাজনীতিক ও আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ ২২ বছর ক্ষমতায় থাকার পর ২০০৩ সালে পদত্যাগ করলে আব্দুল্লাহ আহমাদ বাদাবি দেশটির পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২০০৯ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

আব্দুল্লাহর মৃত্যুতে মালয়েশিয়া হারালো এক অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিককে, যিনি শান্তিপূর্ণ নেতৃত্বের মাধ্যমে দেশের রাজনৈতিক ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!