AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ: যুক্তরাষ্ট্র


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:০৯ এএম, ১৬ এপ্রিল, ২০২৫
বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ: যুক্তরাষ্ট্র

স্থানীয় চ্যালেঞ্জ মোকাবিলায় জনগণের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, বললেন মার্কিন মুখপাত্র ।বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ, যার সামনে একাধিক রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দেশটির জনগণের ভূমিকাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ওয়াশিংটনে অনুষ্ঠিত নিয়মিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন তোলেন—বাংলাদেশে সাম্প্রতিক বিক্ষোভ-প্রতিবাদ, ইসলামি চরমপন্থার উত্থান, ওসামা বিন লাদেনের ছবি প্রদর্শন, নাৎসি প্রতীকের ব্যবহার এবং কোকাকোলা ও কেএফসির বিরুদ্ধে অ্যান্টিসেমিটিক প্রচারণা নিয়ে যুক্তরাষ্ট্র কতটা উদ্বিগ্ন।

উত্তরে ট্যামি ব্রুস বলেন,"আমি আপনার উদ্বেগের প্রশংসা করি। আমরা বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে অবগত এবং বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। তবে এসব ইস্যু বাংলাদেশের স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ারেই পড়ে।"

ব্রিফিংয়ে আরও এক সাংবাদিক ব্রিটিশ এমপি ও শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর বিষয়টি উল্লেখ করেন। এ প্রসঙ্গে ট্যামি ব্রুস জানান,"এই পরোয়ানা বাংলাদেশের আদালতের পক্ষ থেকেই ইস্যু করা হয়েছে। এটি একটি স্থানীয় আইনি বিষয়, যার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনও প্রত্যক্ষ সম্পৃক্ততা নেই।"

বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে মার্কিন অবস্থান পরিষ্কার করে মুখপাত্র বলেন,"গণতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং জনগণই সিদ্ধান্ত নেবে তারা কীভাবে তাদের সমস্যার সমাধান করবে। আমরা গত দুই দশকে বিশ্বজুড়ে দেখেছি—ভুল সিদ্ধান্ত কীভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে। তাই বাংলাদেশের ভবিষ্যৎ পথ কোন দিকে যাবে, সেটি নির্ধারণের দায়িত্ব দেশটির জনগণের হাতেই।"

 

একুশে সংবাদ// আ.ট//এ.জে

Shwapno
Link copied!