আফগানিস্তানের হিন্দুকুশ এলাকায় ভোররাতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৪। ভূমিকম্পটি অনুভূত হয় আজ বুধবার ভোরে, বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১২১ কিলোমিটার গভীরে, যা গভীরতর ভূমিকম্প হিসেবে বিবেচিত হয়।
এখনো পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
এর আগে মঙ্গলবার বিকেলে নেপাল ও রাতে তিব্বতে মাঝারি মাত্রার দুইটি ভূমিকম্প অনুভূত হয়। সেগুলোতেও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
একুশে সংবাদ// ই.ট/এ. জে
আপনার মতামত লিখুন :