AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা: নিহত ৩৮, আহত শতাধিক


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৩১ এএম, ১৮ এপ্রিল, ২০২৫
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা: নিহত ৩৮, আহত শতাধিক

ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় অন্তত ৩৮ জন নিহত এবং আরও ১০২ জন আহত হয়েছেন।

হুথি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আল মাসিরাহর বরাতে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আলজাজিরা এবং বার্তা সংস্থা রয়টার্স। শুক্রবার (১৮ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, হামলাটি পরিচালনা করা হয় মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে, যার লক্ষ্য ছিল হুথি বিদ্রোহীদের জ্বালানি সরবরাহ বন্ধ করা।

দেশটির স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, হামলায় ব্যাপক প্রাণহানি ছাড়াও বহু মানুষ গুরুতর আহত হয়েছেন।

এ বিষয়ে এখনও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে ইউএস সেন্ট্রাল কমান্ড এক্সে দেওয়া একটি পোস্টে জানিয়েছে, হামলার উদ্দেশ্য ছিল হুথিদের অর্থনৈতিক সক্ষমতায় আঘাত হানা।

গত মাস থেকেই হুথিদের বিরুদ্ধে বড় পরিসরে অভিযান চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে হুথিদের লাগাতার হামলার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র জানায়, এ ধরনের আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত সামরিক প্রতিক্রিয়া অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর থেকে হুথি বিদ্রোহীরা গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর এই হামলাটি অন্যতম বড় হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে মার্চ মাসে হুথিদের ওপর চালানো দুই দিনের মার্কিন হামলায় ৫০ জনের বেশি প্রাণ হারিয়েছিলেন বলে জানিয়েছিলেন হুথি কর্মকর্তারা।

 

একুশে সংবাদ// আ.ট//এ.জে

Shwapno
Link copied!