ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর রাতভর বিমান ও কামান হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
সোমবার (২১ এপ্রিল) পৃথক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা।
আল জাজিরা জানায়,হামলাগুলো মূলত গাজার দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের আবাসিক এলাকায় চালানো হয়। ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারীরা।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা হামাস ও ইসলামিক জিহাদ গোষ্ঠীর অবকাঠামো ও অস্ত্র মজুদের জায়গা লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। তবে বেসামরিক এলাকায় হামলার কারণে ব্যাপক প্রাণহানি হয়েছে।
চলমান সহিংসতায় গাজায় মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। মানবিক সহায়তার অভাবে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে বলে জানিয়েছেন জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলো।
সূএ-আল জাজিরা
একুশে সংবাদ//আ.জা//এ.জে
আপনার মতামত লিখুন :