AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উত্তেজনার মধ্যে মিসাইল ধ্বংসের সফল পরীক্ষা চালাল ভারতীয় নৌবাহিনী


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:৪০ পিএম, ২৪ এপ্রিল, ২০২৫

উত্তেজনার মধ্যে মিসাইল ধ্বংসের সফল পরীক্ষা চালাল ভারতীয় নৌবাহিনী

কাশ্মিরের পেহেলগামে ২৬ জন নিহত হওয়ার ঘটনার জেরে ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনায় পৌঁছেছে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মিসাইল ধ্বংসের সফল পরীক্ষা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী।

এক্স প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে ভারতীয় নৌবাহিনী জানায়, তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আইএনএস সুরাত থেকে একটি নিচ দিয়ে দ্রুতগামী আসা শত্রুমিসাইল ধ্বংস করা হয়। নৌবাহিনীর দাবি, এটি তাদের প্রতিরক্ষা সক্ষমতার আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এর আগে, বুধবার ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নেয়। এর মধ্যে রয়েছে সিন্ধু পানি চুক্তি স্থগিত, পাকিস্তানি ভিসা বাতিল, কূটনীতিকদের প্রত্যাহার এবং প্রধান সীমান্ত বন্দর বন্ধের ঘোষণা।

পাকিস্তানের প্রতিক্রিয়ায় দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এসব পদক্ষেপকে “শিশুসুলভ” আখ্যা দিয়ে বলেন, “ভারতের অভিযোগে গুরুত্বের অভাব রয়েছে, এবং আমরা উপযুক্ত জবাব দেব।”

এদিকে পাকিস্তানি নৌবাহিনীও ২৪ থেকে ২৬ এপ্রিল করাচির উপকূলীয় অঞ্চলে সারফেস-টু-সারফেস মিসাইলের পরীক্ষা চালাবে বলে জানিয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড।

বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের মধ্যে বর্তমান উত্তেজনা সামরিক উত্তাপেও রূপ নিতে পারে যদি কূটনৈতিকভাবে সমাধান না আসে।

 

একুশে সংবাদ//ঢ.প//এ.জে
 

Shwapno
Link copied!